আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৩২

বাসাইলের কাশিল ইউপি নির্বাচন ৩১ অক্টোবর

 

দৃষ্টি নিউজ:

dr-up-1
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯, সাধারণ ৪৬ ও সংরক্ষিত সদস্য পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার(১৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলিয়া শারমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাহবুব হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজি শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আহসান, বাসাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) নূরুল ইসলাম প্রমুখ। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
গত ১৫ অক্টোবর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছে উপজেলা নির্বাচন অফিস। এই ইউনিয়নের ৯ চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মির্জা রাজিক, বিএনপির মো. রমজান আলী, স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে শামীম মাহমুদ, আলাল উদ্দিন (টেলিফোন), খন্দকার লুৎফর রহমান (চশমা), জাকির হোসেন (মোটরসাইকেল),  দেওয়ান শহীদুল ইসলাম তৌহিদুল (রজনীগন্ধা), বারিকুল ইসলাম (টেবিল ফ্যান) ও সাইফুল ইসলাম চোধুরী (আনারস)।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno