আজ- রবিবার | ২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১ | রাত ১:২০
২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১

বাসাইলের কাশিলে ৫৩ ভোট বেশি পেয়ে মির্জা রাজিব নির্বাচিত

দৃষ্টি নিউজ:

dristy-pic-fo-5টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৫নং কাশিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী মো. রমজান মিয়ার চেয়ে মাত্র ৫৩ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী মির্জা রাজিব। বেসরকারি ফলাফলে তিনি ৫ হাজার ৩৫৫টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকধারী বিএনপির প্রার্থী মো. রমজান মিয়া পেয়েছেন ৫ হাজার ৩০২ ভোট।
এর আগে সোমবার(৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাসাইল উপজেলা কাশিল ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১৯২ জন। এর মধ্যে ১০হাজার ১৮৮ জন পুরুষ ও ১১ হাজার ৪ জন নারী। ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত (মহিলা) সদস্য ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থীসহ মোট ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য, এ ইউনিয়নে গত পঞ্চম ধাপে ২৮ মে নির্বাচন হওয়ার কথা ছিল। সীমানা জটিলতা দেখিয়ে হাইকোর্টে রিট পিটিশন করায় প্রতীক বরাদ্দের পূর্ব মুহূর্তে এ ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়