দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার স্থগিত থাকা কাশিল ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে হাইকোর্ট ৩ মাসের জন্য ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছিল।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, যেহেতু স্থগিত আদেশের ৩মাস অতিবাহিত হয়ে গেছে, তাই নির্বাচন করতে আইনত কোন বাধা নেই। যেখান থেকে নির্বাচন স্থগিত হয়েছিল, ঠিক সেখান থেকেই নির্বাচন শুরু হবে।
তিনি বলেন, ৩১ অক্টোবরের আগে প্রার্থীদের প্রচারণার জন্য কমপক্ষে ১৫-২০ দিন হাতে রেখে নির্বাচনী প্রতীক বরাদ্ধ দেয়া হবে। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে বিস্তারিত তথ্য জানাতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।