আজ- ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ২:০৭

বাসাইলে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে ব্যবসায়ীর মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইলে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে পড়ে রাজ্জাক মিয়া(৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলা পরিষদের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মিয়া বাসাইল উপজেলার সদর ইউনিয়নের মিরিকপুর গ্রামের কুসুম মিয়ার ছেলে। তিনি বাসাইলের কোটিপতি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।


স্থানীয়রা জানান, জুমআ’র নামাজ পড়ে তিনি মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। উপজেলা পরিষদের গেটের সামনে পৌঁছলে দমকা হাওয়ায় গাছের ডাল ভেঙে মাথায় পড়লে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাঈম আব্দুল্লাহ জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।


বাসাইল উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ব্যবসায়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno