আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:০৮

বাসাইলে তিন মাস পর লাশ উত্তোলন

 

দৃষ্টি নিউজ:

tangail-mapটাঙ্গাইলের বাসাইলে দাফনের তিন মাস পর কবর থেকে লাইলী বেগম নামে এক বৃদ্ধার লাশ সোমবার(২৪ অক্টোবর) উত্তোলন করা হয়েছে। লাইলী বেগম উপজেলার ময়থা নয়াপাড়ার মৃত নওশের আলীর স্ত্রী।
৩০ জুলাই সকালে লাইলী বেগমকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার গৃহে লোহার গ্রিলের বাইরের দিক থেকে তালা লাগানো ছিল। তাকে ময়থা কবরস্থানে দাফন করা হয়।
লাইলী বেগমের সন্তানদের অভিযোগ, তাকে হত্যা করে স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ঘটনায় তার মেয়ে হালিমা বেগম বাদী হয়ে ১৬ আগস্ট ভাই মোখলেছুর রহমানের ছেলে রাব্বি ও স্ত্রী জোৎস্না বেগমের নামে আদালতে মামলা করেন। আদালত ময়নাতদন্তের নির্দেশ দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসানের উপস্থিতিতে সোমবার লাশ উত্তোলন করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno