আজ- ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ২:৪০

বাসাইলে পরীক্ষায় দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষককে অব্যাহতি

 

দৃষ্টি নিউজ:

dristy-d-59.jpg.psd
টাঙ্গাইলের বাসাইলে চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে সোমবার(২০ ফেব্রুয়ারি) ৫ শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে এসএসসি পরীক্ষার হলের দায়িত্ব থেকে ৫ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে শিক্ষকদের নাম জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার বলেন, পরীক্ষায় দায়িত্ব অবহেলার অভিযোগে ৫ শিক্ষককে পরীক্ষার হলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে যারা পরীক্ষার হলে দায়িত্ব পালন করছেন তাদের বিরুদ্ধেও যদি তথ্য প্রমাণসহ অভিযোগ পাওয়া যায় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno