আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৫০

বাসাইলে প্রধান শিক্ষকের বদলি আদেশ বাতিলের দাবিতে মানবন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তারের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রোববার(১০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে অভিভাবকরা।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশরাফুল ইসলাম, সদস্য শামছুল আলম, অভিবাবক কনা আক্তার, রিনা বেগম প্রমুখ। বক্তারা বদলিকৃত প্রধান শিক্ষক শারমিন আক্তারের বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।


জানা যায়, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে প্রধান শিক্ষক শারমিন আক্তারকে অন্যত্র বদলি করা হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে অভিভাবকরা রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিক্ষোভ করতে থাকে। পরে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধনে দ্রুত বদলিকৃত প্রধান শিক্ষক শারমিন আক্তারের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান।


বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বিথী জানান, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের সঙ্গে তার ফরোয়ার্ডিংয়ে প্রধান শিক্ষকের বদলি হয়েছে। এর বাইরে তিনি কিছু জানেন না।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno