আজ- শুক্রবার | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১ | সকাল ৮:০৯
৭ ফেব্রুয়ারি, ২০২৫
২৪ মাঘ, ১৪৩১
৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২৪ মাঘ, ১৪৩১

বিআরইএ’র সভাপতি নির্বাচিত হওয়ায় সৈয়দ সাজ্জাদ জহীর সংবর্ধিত

দৃষ্টি নিউজ:

dristy-dir-84
বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় সৈয়দ সাজ্জাদ জহীরকে সংগঠনের টাঙ্গাইল শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে টাঙ্গাইল জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে রোববার(১৯ ফেব্রুয়ারি) জেলা বিআরইএ’র উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার(চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ সাজ্জাদ জহীরের বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সহ-সম্পাদক শাহজামাল খান, টাঙ্গাইল সদর রেজিস্ট্রি অফিসের সহকারী অঅবুল কালাম আজাদ, মির্জাপুরের সহকারী আমিনুল ইসলাম, দেলদুয়ারের সহকারী আব্দুস সাত্তার, মধুপুরের সহকারী মো. ইব্রাহিম, নাগরপুরের সহকারী খন্দকার নজরুল হক, ধনবাড়ীর সহকারী মো. শামছুল আলম, গোপাল পুরের সহকারী ইউসুফ আলী, বাসাইলের সহকারী মো. শাখাওয়াত হোসেন, জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী রিনা বেগম ও টিসি সহকারী মোতাহের হোসেন প্রমুখ। গোপালপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ের মোহরার সুভাষ চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সৈয়দ সাজ্জাদ জহীরকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
সংবর্ধিত সৈয়দ সাজ্জাদ জহীর বলেন, এ অর্জন তাঁর নয় সকল কর্মচারী ভাইবোনদের। সকলের অকুণ্ঠ সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তিনি সকল কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশ, গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এরআগে সৈয়দ সাজ্জাদ জহীর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়