দৃষ্টি নিউজ:
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খানের আশু রোগমুক্তি কামনায় সখীপুর উপজেলা এবং পৌর যুবদল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে । শনিবার(২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজস্ব কার্যালয়ে উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজার সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহজাহান সাজু, নাছির উদ্দিন আহমেদ, নাজিম উদ্দিন মাস্টার, হাজী আবদুল গণি, যুবদল নেতা ফরহাদ ইকবাল, তোফাজ্জল হোসেন, আবুল বাশারসহ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
প্রসঙ্গত: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান গুরুতর অসুস্থ্য অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।