আজ- শুক্রবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১ | রাত ১২:০৭
১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১
১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন, ১৪৩১

বিপুল উৎসাহে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপিত

দৃষ্টি নিউজ:

dristy-44

টাঙ্গাইলে বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার(৫ জানুয়ারি) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, মনোয়ারা বেগম এমপিসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতবৃন্দ বক্তব্য রাখেন।dristy-42
পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও মুক্তিযোদ্ধা-জনতা ব্যানার, ফেষ্টুন হাতে বাদ্য বাজিয়ে উৎসবের আনন্দ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।dristy-43
অপরদিকে, টাঙ্গাইল জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে আদালত চত্তরে ’গণতন্ত্রের বিজয় উৎসব’ দিবস পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অঅনন্দ র‌্যালির উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। পরে আনন্দ র‌্যালিটি আদালত চত্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়