আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | দুপুর ১:১৭
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

বিশ্বকাপ ফুটবলের বাছাই :: মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

দৃষ্টি স্পোর্টস ডেস্ক:

বুয়েনস আয়ার্সে যেন অন্যরকম এক সকাল কাটাল ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি, যিনি জোড়া গোল করে দলকে উপহার দেন এক আবেগঘন জয়।

 

 

 

 

 

৩৮ বছর বয়সী এই মহাতারকা এখনও অবসরের ঘোষণা দেননি। তবে ম্যাচ শেষে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ঘরের মাঠে আর কোনো বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবেন না। ফলে বুয়েনস আয়ার্সের এ লড়াই যেন রূপ নেয় এক বিশেষ বিদায়ী আসরে। এরই মধ্যে উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। তাই শুরু থেকেই ছিল চাপহীন ফুটবল। প্রথমার্ধে ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো দেয়ালের মতো দাঁড়িয়ে থাকলেও ৩৯ মিনিটে মেসির এক নিখুঁত শটে জালের দেখা পায় আর্জেন্টিনা। জুলিয়ান আলভারেজের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ ফিনিশে গোল করেন অধিনায়ক।

 

 

 

 

 

 

 

 

দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ধার বাড়ায় স্বাগতিকরা। ৭৬ মিনিটে নিকো গনসালেসের ক্রসে লাওতারো মার্টিনেজের ডাইভিং হেডে আসে দলের দ্বিতীয় গোল। আর মাত্র চার মিনিট পর থিয়াগো আলমাদার পাস থেকে ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন মেসি। এটি ছিল চলতি বাছাইপর্বে তার অষ্টম গোল, ক্যারিয়ারে বিশ্বকাপ বাছাইয়ে ৩৩তম এবং জাতীয় দলের হয়ে ১১৫তম গোল। হয়তো বিদায়ের ইঙ্গিত মিলছে, কিন্তু গোলের জাদুতে মেসি এখনও অদ্বিতীয়।

 

 

 

 

 

 

 

 

 

এই জয়ের ফলে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচে তারা খেলবে ইকুয়েডরের বিপক্ষে আগামি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। অন্যদিকে ভেনেজুয়েলা নিজেদের বিশ্বকাপের আশা টিকিয়ে রাখতে মুখোমুখি হবে কলম্বিয়ার।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়