আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:২২

ব্যতিক্রম উদ্যোগ, অভাবনীয় সাড়া

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-18.doc
জনসচেতনা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনায় জীবনের ঝুঁকি কমাতে সব মোটরসাইকেল চালক ও আরোহীদের বাধ্যতামূলক হেলমেট ব্যবহারের লক্ষ্যে টাঙ্গাইলের জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এ সময় হেলমেট না থাকায় শতাধিক মোটরসাইকেল আরোহী তাৎক্ষণিক হেলমেট কিনে ব্যবহারের প্রতিশ্রুতি দেয়ায় তাদেরকে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ব্যতিক্রম এ উদ্যোগে মোটর সাইকেল চালকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোমতাজ বেগমের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সহযোগিতা করেন, টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম সুজন, ফাহমি মোহাম্মদ সায়েফ ও মুনমুন জাহান লিজা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হেলমেট ছাড়া সব মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেল চালকরা হেলমেট কিনলে এবং তা বাধ্যতামূলক ব্যবহার করার প্রতিশ্রুতি দিলে তাদের মোটরসাইকেল ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno