আজ- ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১২:৩৫

‘ভাল মানুষ’ শফি সিদ্দিকীর শাহাদৎ বার্ষিকী পালিত

 

দৃষ্টি নিউজ:

13310460_1564423673858248_3453680240795180843_n
একজন সত্যিকারের ‘ভাল মানুষ’, তুখোর বক্তা, ছাত্র রাজনীতির অনুকরণীয় নেতা শহীদ শফি সিদ্দিকীর ২১তম শাহাদৎ বার্ষিকী শনিবার(১০ সেপ্টেম্বর) দিনব্যাপি কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কালিহাতী উপজেলা শহীদ শফি সিদ্দিকী তোরণে ও তাঁর কবরে পুস্পার্ঘ অর্পণ, কালো ব্যাজ ধারণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ, স্মরণসভা, দোয়া মাহফিল ইত্যাদি।

কালিহাতী উপজেলা ছাত্রলীগ ও শহীদ শফি সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিগুলোতে অংশ নেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম সদস্য ও সাপ্তাহিক গণবিপ্লব’র সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নুরুন্নবী সরকার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, শহীদ শফি সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহরিয়ার সিদ্দিকী সোহাগ সহ স্থানীয় আলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

14316961_1628891794069615_4428334091392510551_n
স্মরণ সভায় বক্তারা বলেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম-সম্পাদক শফি সিদ্দিকী একজন সত্যিকারের ভাল মানুষ ছিলেন। তিনি বক্তব্য শুরু করলে পিনপতন স্তব্ধতায় দর্শক-শ্রোতারা বিমুগ্ধ হতো, ছাত্রনেতা হিসেবে শহীদ শফি সিদ্দিকী ছাত্রলীগের এক অনন্য দৃষ্টান্ত ছিলেন।

14225411_1787166658230169_1109362173579828883_n
প্রকাশ, ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর বিকালে তাঁর নিজ গ্রাম কালিহাতীর পাথালিয়ায় ছাত্রলীগের এক জনসভায় দুস্কৃতকারীদের ছুরিকাঘাতে শফি সিদ্দিকী শাহাদৎবরণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno