আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:২৪

ভাসানীর জীবন নিয়ে গবেষণায় ডক্টর লায়লি উদ্দিনকে সংবর্ধনা

 

দৃষ্টি নিউজ:

dristy-11
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন ও সংগ্রাম বিষয়ে গবেষণা কর্মের ভিত্তিতে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক মিস লায়লি উদ্দিন পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাকে টাঙ্গাইলে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে মওলানা ভাসানী ফাউন্ডেশন ও টাঙ্গাইল সংগ্রহশালা যৌথ ভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ষাটের দশকের কবি বুলবুল খান মাহবুব। অনুষ্ঠানে মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাসানী রিসার্স সেন্টারের পরিচালক প্রফেসর একেএম মহিউদ্দিন, সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক মির্জা আব্দুল মোমেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাসানী বিষয়ক কোর্স টিসার সৈয়দ ইরফানুল বারী, সংবর্ধিত অতিথি মিস লায়লি উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে মিস লায়লি উদ্দিনকে ক্রেষ্ট উপহার দেয়া হয়। এছাড়াও কবি বুলবুল খান মাহবুবকে টাঙ্গাইল সংগ্রহশালার পক্ষ হতে টাঙ্গাইলের পুরাতন চিত্রকর্ম উপহার দেন সংগ্রহশালার চেয়ারম্যান ইসমাইল হোসেন সেলিম, মহাসচিব মির্জা মাসুদ রুবল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno