দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল স্টেডিয়ামে ৫ম মাওলানা ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার(৪ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী টিপু।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, টাঙ্গাইল পৌরসভঅর মেয়র জামিলুর রহমান মিরণ, সাবেক জাতীয় ফুটবল খেলোয়ার মো. খুরশিদ আলম বাবুল, শহীদ ক্যাডেট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ শহীদুল আলম শহীদ, জেলঅ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসাসন ফিরোজ। ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন, ভাসানী কাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব মো. আতিকুর রহমান খান জামিল।
ফাইনালে গোপালপুর একাদশ বনাম বাসাইল একাশদ নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হয়। টাইব্রেকারে বাসাইল একাদশ ৩-০ গোলে গোপালপুর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।