প্রথম পাতা / টপ সংবাদ /
ভাসানী বিশ্ববিদ্যালয়ে অন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত
By দৃষ্টি টিভি on ২৮ নভেম্বর, ২০১৬ ৬:৪৮ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশলান সায়েন্স (এফটিএনএস) বিভাগের উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধীনে উচ্চশিক্ষা মানউন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ‘FOOD SAFETY, NUTRITION AND PUBLIC HEALTH; PRESENT SCENARIO & FUTUER CHALLENGES’ শীর্ষক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮ নভেম্বর)দুপুরে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেল্থ সায়েন্স-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লিয়াকত আলী। এছাড়া বক্তব্য রাখেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ফুড টেকনোলজি অ্যান্ড নিউপট্রিশনাল বিভাগের সহযোগী অধ্যাপক ও উচ্চশিক্ষা মানউন্নয়ন উপ-প্রকল্পের ব্যবস্থাপক ড. লুৎফুননেছা বারি। সভাপতিত্ব করেন এফটিএনএস বিভাগের চেয়ারম্যান ড. মো. আবু জুবাইর।
রিসোর্স পারর্সন হিসেবে বিষয় ভিত্তিক আলোচনা করেন, সোসাইটি অব মাক্রোবায়োলজি ইন্ডিয়ার সভাপতি প্রফেসর এএম দেশমুখ, ইন্ডিয়ার স্কুল অব বায়োটেকনোলজি বিদ্যা প্রতিষ্ঠান বার্মাতি এর পরিচালক ড. সুসমা চপলকার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড রুরাল ইন্ডাজট্রিজ বিভাগের অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন, সৌদি আরব কিং ফয়সাল হাসপাতালের সাবেক কনন্সালটেন্ড ও গাইনোলজিস্ট ডা. শাহিদা খন্দকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক তানজিমা ইয়াসমিন।
কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
বালুবাহী ট্যাফে ট্রাক্টরের চাপায় বৃদ্ধ নিহত
-
আগামি নির্বাচনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না : কৃষিমন্ত্রী
-
কৌশলে আনা ৬৬ লাখ টাকার হেরোইন সহ আটক ৩
-
পুলিশের নয়া কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
-
অনলাইন জুয়ার শাস্তি দুই বছরের জেল!
-
টাঙ্গাইলে ১০দফা দাবিতে বিএনপির সমাবেশ
-
কাদের সিদ্দিকী ইতিহাসের গর্বিত সন্তান :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
-
জামিনে কারামুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন ইউপি চেয়ারম্যান
আপডেট পেতে লাইক করুন
