আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:২১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত

 

দৃষ্টি নিউজ:

dristy-d-53টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর ধানমন্ডির চিয়ার্স রেঁস্তোরায় বিশ্ববিদ্যালয়ের ‘এক্স-স্টুডেন্টস ফেরাম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনকে প্রধান উপদেষ্টা করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হচ্ছেন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল হক জসি, যুগ্ম-আহবায়ক হচ্ছেন, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. মাহবুব হাসান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. হাসান বখতিয়ার। অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয়তা তুলে ধরে হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাকার্যক্রম শুরু হয় ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ থেকে ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno