আজ- ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১:৫০

ভাসানী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ(ভিসি) প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন।


বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এএসএম সাইফুল্লাহর সভাপতিত্বে ওই আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রথিতযশা বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোবারক আহমেদ খান, ইউনিভার্সিটি অব ফিলিপাইনের প্রফেসর ডক্টর মারিও ডিলোস রিইয়েস এবং টোকিও ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মেই-ফেঙ চাইন।


সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্জ(প্রো-ভিসি) প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর উমর ফারুক।


সম্মেলনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর তন্ময় রায় তুষার। আন্তর্জাতিক ওই সম্মেলনে দেশি-বিদেশি গবেষকরা ১০৭টি গবেষণাপত্র উপস্থাপন করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno