
দৃষ্টি নিউজ:
মুজিব বর্ষ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেণ্টের উদ্বোধন করা হয়েছে। রোববার(২৩ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ওই টুর্নামেণ্টের উদ্বোধন করেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, সায়েন্স অনুষদের ডিন ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. পিনাকী দে, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম,
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, সাধারণ সম্পাদক ড. মো. মাসুদার রহমান, শরীরচর্চা বিভাগের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবির পাল, কর্মী মানিক শীলসহ ছাত্রলীগের নেতাকর্মী, খেলোয়ার ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেণ্টে ৪টি গ্রুপে ১৫টি দল মোট ২৯টি খেলায় অংশগ্রহণ করছে।