আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পাই দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

dristy-45
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ব পাই’ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(১৪ মার্চ) গণিত বিভাগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।
সকালে গণিত বিভাগের সামনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্তরে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান ড. পিনাকী দে, একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক মো. বাবুল হোসেন, মো. মুছা মিয়া, মো. মিজানুর রহমান, প্রভাষক মো. সফিকুল ইসলাম ও সঞ্জয় কুমার সাহা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno