আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:১১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার

 

দৃষ্টি নিউজ:

logo_largeটাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি-ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষা আগামী শনিবার শুরু হচ্ছে।
এমসিকিউ পদ্ধতিতে ১০ ডিসেম্বর(শনিবার) সকালে ‘এ’ ও বিকালে ‘বি’ ইউনিট এবং ১১ ডিসেম্বর রোববার(১১ ডিসেম্বর) সকালে ‘সি’ ও বিকালে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭৯৫ টি আসনের জন্য মোট ৬৬ হাজার ৭৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। প্রতি আসনে গড়ে ৮৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ টাঙ্গাইল জেলা প্রশাসন কাজ করছে।
আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.mbstu.ac.bd) এ পাওয়া যাবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno