আজ- রবিবার | ১৩ জুলাই, ২০২৫
২৯ আষাঢ়, ১৪৩২ | দুপুর ১২:৩১
১৩ জুলাই, ২০২৫
২৯ আষাঢ়, ১৪৩২
১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ়, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মজনু-বিদ্যুৎ পরিষদ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে শাপলা প্যানেলের মজনু-বিদ্যুৎ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


মজনু-বিদ্যুৎ পরিষদ প্যানেলের নির্বাচিতরা হচ্ছেন- সভাপতি মো. মফিজুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক ডক্টর ইকবাল বাহার বিদ্যুৎ।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো. ছাদিকুল হক, সহ-সভাপতি পদে সত্য সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এমএ আজাদ সোবহানী আল ভাসানী, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে মোহাম্মদ আবুল হোসেন,

সহ-অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ফরিদুজ্জামান ফারুকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. রেজাউল করিম, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ মেহের আলী, দপ্তর

সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আমজাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সোনিয়া পারভীন নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিতরা হচ্ছেন- এসএম সেলিম মিয়া, মো. ফারুক হোসেন, ডা. হারুন-অর-রশিদ রাসেল, মোহাম্মদ আব্দুর রফিক ও মুহাম্মদ ইপিয়ার হোসেন।


প্রকাশ, নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মাকসুদুর রহমান, নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মনির ও মো. গোলাম মওলা। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪৩।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়