দৃষ্টি নিউজ:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে শহীদদের স্মরণে শুক্রবার(১৬ ডিসেম্বর) ভোরে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের প্রভোস্ট ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক যোবায়দুল ইসলাম, সাংবাদিক মারুফ হাসান ইমন, মো. শাহরিয়ার রহমান সৈকত, মো. দিদারুল ইসলাম, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, আজহারুল ইসলাম ইমনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।