প্রথম পাতা / টপ সংবাদ /
ভূঞাপুরের আ’লীগ নেতা ফরিদ হত্যায় দলীয় নেতার বাসায় পরিকল্পনা
By দৃষ্টি টিভি on ১৪ ফেব্রুয়ারী, ২০১৭ ৮:১৭ পূর্বাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:

নিহত ফরিদ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম ফরিদকে হত্যার পরিকল্পনা করা হয় আওয়ামী লীগের এক নেতার বাসায়। এই হত্যা মামলায় গ্রেপ্তার নাসিরউদ্দিন রানা সোমবার(১৩ ফেব্রুয়ারি) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন। নাসিরউদ্দিন রানা ভূঞাপুরের ভারই মধ্যপাড়ার আবুল কাশেমের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওসি অশোক কুমার সিংহ বলেন, রোববার(১২ ফেব্রুয়ারি) নাসিরউদ্দিনকে ভূঞাপুরের কাগমারীপাড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতে হাজির করা হলে নাসিরউদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রূপন কুমার দাস জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
গত ৬ ডিসেম্বর সকালে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদের গলাকাটা লাশ তাঁর নিজ গ্রাম ভারই মধ্যপাড়ার একটি পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। ওই দিনই ফরিদের ভাই ফজলুল করিম অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ভূঞাপুর থানায় মামলা করেন। ১৫ ডিসেম্বর ফজলুল করিম আদালতে আরও একটি সম্পূরক মামলা করেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা, অপর যুগ্ম-আহ্বায়ক ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবদুল হামিদ মিয়া ওরফে ভোলা, অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাতজনের নাম উল্লেখ করা হয়। থানায় ও আদালতে দায়ের করা মামলা দুটি একসঙ্গে তদন্তের আদেশ দেন আদালত।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
দেড়শ’ বছরের ডুবের মেলায় লতিফ সিদ্দিকী
-
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
-
দেশে বৈষম্য আর দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে :: রাশেদ খান মেনন
-
যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়
-
টাঙ্গাইল স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৪৯৮ টাকা
-
টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার ৩৬৩তম আসর
-
টাঙ্গাইলের প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী মহুয়া শিশু পুরস্কারে ভূষিত
আপডেট পেতে লাইক করুন
