দৃষ্টি নিউজ:
‘নারী-পুরুষের সমতায়, উন্নয়নের যাত্রা- বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার(৮ মার্চ) রোববার ভূঞাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, র্যালি, আলোচনা সভা ইত্যাদি। ভূঞাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা ও দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে নারী উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মোছা. হোসনে আরা বেবী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।