দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়ায় শনিবার (১৭ ডিসেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হালিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হালিম উপজেলা সদরের মৃত ইমান আলীর ছেলে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউছার চৌধুরী জানান, সকালে দিনাজপুরগামী বনভোজনের একটি বাস কাগমারীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় আহত বাস যাত্রীদের বাঁচাতে গিয়ে সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে হালিম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।