
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুরের ভ্যানচালক মিনু মিয়াকে(৩০) ‘ছেলেধরা’ সন্দেহে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে গণপিটুনি দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার(২২ জুলাই) বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের বন্যা কবলিত টেপিবাড়ি এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভূঞাপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল মিয়া, সমাজসেবক জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আরিয়ান বিন অনিক, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রহিম, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়েরর ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাহেব আলী প্রমুখ। এ সময় বক্তারা মিনু মিয়ার উপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি জানান।
আহত মিনু মিয়া ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে। বর্তমানে তিনি আহতাবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। বন্যায় রাস্তাঘাট ভেঙে যানচলাচল বন্ধ হওয়ায় জীবিকার তাগিদে রোববার(২১ জুলাই) কালিহাতী উপজেলার সয়া হাটে মাছ ধরার জাল কিনতে গিয়ে গণপিটুনির শিকার হন ভ্যানচালক মনু মিয়া।