আজ- রবিবার | ২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১ | রাত ৪:১২
২৬ জানুয়ারি, ২০২৫
১২ মাঘ, ১৪৩১
২৬ জানুয়ারি, ২০২৫, ১২ মাঘ, ১৪৩১

ভূঞাপুরে জমি নিয়ে বিরোধে ১ জন নিহত

দৃষ্টি নিউজ:

dristy-dir-28
টাঙ্গাইলের ভূঞাপুরে জমির আইল (সীমানা) ছাঁটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কোদালের আঘাতে নওশের (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১জন। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। শুক্রবার(২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নওশের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল গ্রামের মৃত সেলিম ফকিরের ছেলে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার হোসেন চৌধুরী জানান, উপজেলার নিকালা গোপাল গ্রামের নওশের ও মজিদ মিয়ার সাথে একটি জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নওশের ওই জমির আইল (সীমানা) ছাঁটতে গেলে মজিদের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে নওশেরকে মজিদ কোদাল দিয়ে আঘাত করে। এতে নওশের গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অবস্থায় আরো ১জন চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজিদ (৪৫), তার স্ত্রী রহিমা এবং ছেলে আব্দুর রহিমকে আটক করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়