আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:৫২

ভূঞাপুরে জমি নিয়ে বিরোধে ১ জন নিহত

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-28
টাঙ্গাইলের ভূঞাপুরে জমির আইল (সীমানা) ছাঁটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কোদালের আঘাতে নওশের (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১জন। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। শুক্রবার(২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নওশের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল গ্রামের মৃত সেলিম ফকিরের ছেলে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার হোসেন চৌধুরী জানান, উপজেলার নিকালা গোপাল গ্রামের নওশের ও মজিদ মিয়ার সাথে একটি জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নওশের ওই জমির আইল (সীমানা) ছাঁটতে গেলে মজিদের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে নওশেরকে মজিদ কোদাল দিয়ে আঘাত করে। এতে নওশের গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অবস্থায় আরো ১জন চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজিদ (৪৫), তার স্ত্রী রহিমা এবং ছেলে আব্দুর রহিমকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno