আজ- শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ১:১৪
১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

ভূঞাপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

দৃষ্টি নিউজ:

SAMSUNG CAMERA PICTURES
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’- এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার(৭ ডিসেম্বর) জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ভূঞাপুরে বুধবার দুপুরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আয়োজিত র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

 

 

উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভূঞাপুর বিউবো’র নির্বাহী প্রকৌশলী(বিক্রয় ও বিতরণ) মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন মৃধা।
বিদ্যুৎ ও জ্বালানী খাতে সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মো. মিনহাজ উদ্দিন, সহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম রানা, লাইনম্যান মো. মন্টু তালুকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহীম খলিল ও পূর্ণ চন্দ্র পাল।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়