দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার দু’মাদকসেবীকে রোববার(১৬ অক্টোবর) দুপুরে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন মৃধা। সাজাপ্রাপ্ত মাদকসেবীদ্বয় হচ্ছেন, গোপালপুর উপজেলার লক্ষীপুর গ্রামের খন্দকার খায়রুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৪৮), ভূঞাপুর উপজেলার মাটিকাটা (চর কোনাবাড়ী) গ্রামের আমজাদ মন্ডলের ছেলে সেলিম মন্ডল (২২)।
ভূঞাপুর থানার এসআই মো. শামছুল হুদার নেতৃত্বে ওই দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের সামনে উপস্থিত করলে আদালত এ রায় দেন।