দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুরে দুই মাদক ব্যবসায়ীকে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার আমুলা গ্রামের গোলাম রব্বানীর ছেলে আলমগীর হোসেন (৩৫) ও নিকলা দড়িপাড়া গ্রামের হারুনুর রহমান হবির ছেলে খাইরুল ইসলাম (৩৫)। বুধবার(৪ জানুয়ারি) দুপুরে অভিবাবকদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের নিজ বাড়ি থেকে আটক করে। পরে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে মাদক সেবন ও বিক্রির অপরাধে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।