দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দেড় শতাধিক প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। ’অসহায়দের জন্য কাঁদে যার প্রাণ, সেই তো মানুষ সেই তো মহান’- এ স্লোগানকে সামনে রেখে ওই শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
রোববার (১২ ফ্রেব্রুয়ারি) দুপুরে গোপালপুর উপজেলার নলিন বাজারস্থ জগৎকুড়া (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অর্জুনা ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাকীম মুন্সী, উপজেলা আ’লীগের সাবেক মহিলা সম্পাদক সাজেদা খাতুন, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজেরুল ইসলাম সনেট, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদুজ্জামান রাসেল, গাবসারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুক্তার হোহেন, উপজেলা প্রতিবন্ধীর সভাপতি সোহানুর রহমান স্বপন প্রমুখ।