প্রথম পাতা / টপ সংবাদ /
ভূঞাপুরে ভুলে ভরা প্রবেশপত্রে মডেল টেস্ট পরীক্ষা চলছে
By দৃষ্টি টিভি on ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ৫:২০ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির মডেল টেস্ট-১ পরীক্ষার প্রবেশপত্রে একাধিক ভুল থাকার পরও সেই প্রবেশপত্র দিয়েই পরীক্ষা চালিয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো। প্রবেশপত্রে ভূঞাপুর উপজেলার স্থলে কোড নম্বর সম্বলিত কালিহাতী উপজেলা লেখাসহ বার ও তারিখে ভুল থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। কিন্তু শিক্ষা অফিসের নির্দেশেই ভুলে ভরা প্রবেশপত্র দিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে।
জানা যায়, উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ এর মডেল টেস্ট-১ পরীক্ষা বৃহস্পতিবার শুরু হয়। শেষ হবে ৬ অক্টোবর। কিন্তু প্রবেশপত্রে ভূঞাপুর উপজেলার স্থলে কালিহাতী (কোড সম্বলিত), উপজেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরের নিচে কালিহাতী উপজেলা, ৪ অক্টোবরের স্থলে ৪ সেপ্টেম্বর, ৫ অক্টোবরের স্থলে ৫ সেপ্টেম্বর ও ৬ অক্টোবরের স্থলে ৬ সেপ্টেম্বর লেখা হয়েছে। এতে বিপাকে পড়েছেন পরীক্ষার্থী ছাড়াও প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকরা।
শিক্ষার্থীরা জানায়, পরীক্ষার আগে প্রবেশপত্র দেয়া হয় তাদের। কিন্তু সেখানে অনেক ভুল। শিক্ষকরা ভুলগুলো কাটা-ছেড়া করে প্রবেশ পত্র বিতরণ করেছেন তাদের মাঝে। পরীক্ষার তারিখেও অনেক ভুল থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছে।
একাধিক বিদ্যালয়ের শিক্ষক জানান, প্রবেশপত্রে ভুল থাকার পরও সময় সল্পতার কারণে আমাদের পরীক্ষা নিতে হচ্ছে। শিক্ষা অফিস থেকে আমাদেরকে ভুলগুলো ফ্লুইড দিয়ে মুছে পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করতে নির্দেশ দেয়া হয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন জানান, এ উপজেলায় জেলা প্রশাসক ও ডিপিও স্যারদের প্রোগ্রাম থাকার কারণে ব্যস্ততায় প্রবেশপত্র দেখা হয়নি। তাছাড়া সময় কম থাকায় বাধ্য হয়েই ভুল প্রবেশপত্র দিয়ে পরীক্ষা নেয়া হচ্ছে।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
মধুপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও ছেলে সহ ৪ জন নিহত
-
টাঙ্গাইলে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত
-
সংসদে সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন
-
দখল-দূষণে বিলীন হচ্ছে মির্জাপুরের বারখালী খাল
-
টাঙ্গাইলে জাল সনদের ১২ শিক্ষক চাকুরি হারাচ্ছেন
-
টাঙ্গাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন
-
টাঙ্গাইলে বিজয় টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
-
টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের কমিটি ঘোষণা
আপডেট পেতে লাইক করুন
