দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার(১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ সংলগ্ন স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
এতে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মহসীন মৃধা, থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
প্রত্যুষে ৩১বার তোপধ্বনি ও সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি দিবসটি উপলক্ষে পৃথকভাবে শোভাযাত্রা, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে।