আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৪১

ভূঞাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

 

দৃষ্টি নিউজ:

dristy.tv pic-11সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ র‌্যালি, আলোচনা সভা ইত্যাদি কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।  রোববার (২৬মার্চ) উপজেলা পরিষদ চত্বর ও ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, নারী ভাইস চেয়ারম্যান মোছা. হোসনে আরা বেবী, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার এমএ আব্দুল মজিদ মিঞা, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী প্রমুখ।
এরআগে দিবসটি উদযাপন উপলক্ষে ইবরাহীম খাঁ সরকারি কলেজের অস্থায়ী শহীদ মিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামীগ, উপজেলা বিএনপি, জাতীয় পার্টিসহ উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুস্পার্ঘ অর্পণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno