দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুরে মো. স্বপন ভূঁইয়া(২৪) নামে এক মাদকাসক্তকে বৃহস্পতিবার(১৫ ডিসেম্বর) সকালে ছয় মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তিনি ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামের মো. নুরুল ইসলাম ভূঁইয়া (নুরু)- এর ছেলে।
জানা যায়, ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন মৃধার নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার সকালে উপজেলার শিয়ালকোল হাট নামক স্থানে অভিযান চালিয়ে হেরোইন সেবনকালে মো. স্বপন ভূঁইয়াকে আটক করে। পরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।