আজ- বৃহস্পতিবার | ৭ নভেম্বর, ২০২৪
২২ কার্তিক, ১৪৩১ | রাত ১২:৫৭
৭ নভেম্বর, ২০২৪
২২ কার্তিক, ১৪৩১
৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক, ১৪৩১

ভূঞাপুরে মিয়ানমারের অংসান সুচি’র শাস্তির দাবিতে বিক্ষোভ

দৃষ্টি নিউজ:

dristy-pic-9টাঙ্গাইলের ভূঞাপুরে মসজিদের ইমাম ও তৌহিদী জনতার উদ্যেগে মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্বিচারে মুসলমানদের হত্যার প্রতিবাদ ও অংসান সুচি’র শাস্তির দাবিতে মঙ্গলবার(৬ ডিসেম্বর) দুপুরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
ভূঞাপুর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক হামিদুল হক ভোলা, ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মওলানা শহিদুল ইসলাম, ইবরাহীম খাঁ সরকারি কলেজ মসজিদের ইমাম মওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
বক্তারা মিয়ানমারের নেত্রী অংসান সুচির নোবেল পদক ফিরিয়ে নিয়ে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়করানোর দাবি করেন। এ অবস্থায় মুসলিম রাষ্ট্র সৌদী আরবের নিরব থাকারও সমালোচনা করেন বক্তারা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়