প্রথম পাতা / টপ সংবাদ /
ভূঞাপুরে সাত দোকান পুড়ে ছাই
By দৃষ্টি টিভি on ১৫ মার্চ, ২০১৭ ৬:২৯ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সাতটি দোকান ভষ্মিভূত হয়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছে। মঙ্গলবার(১৪ মার্চ) দিনগত রাত ১২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভূঞাপুর ও মধুপুর ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন প্রায় ২ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার পুরাতন ফলদা বাজারে মঙ্গলবার রাতে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় রাতে ওই মার্কেটে থাকা তুলা মিয়া নামে এক দোকানদার আগুন দেখে চিৎকার-চেচাঁমেচিতে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপরই ভূঞাপুর ও মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের সাতটি দোকান পুড়ে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহেব আলী খান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিভাবে ধারণা করা হচ্ছে। নিরুপনের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ফলদায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেটের সবগুলো দোকান পুড়ে গেছে। তিনি সরেজমিনে পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সর্বাত্নক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
দেড়শ’ বছরের ডুবের মেলায় লতিফ সিদ্দিকী
-
ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
-
দেশে বৈষম্য আর দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে :: রাশেদ খান মেনন
-
যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়
-
টাঙ্গাইল স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৪৯৮ টাকা
-
টাঙ্গাইলে স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতার ৩৬৩তম আসর
-
টাঙ্গাইলের প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পী মহুয়া শিশু পুরস্কারে ভূষিত
আপডেট পেতে লাইক করুন
