আজ- ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:৩৩

ভূঞাপুরে সুধীজন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

SAMSUNG CAMERA PICTURES

টাঙ্গাইলের ভূঞাপুরে ভারই দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার(২ ডিসেম্বর) বিকালে সুধীজন ফুটবল টুর্নামেন্টের ১২তম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঘাটাইল ফুটবল একাদশ(সিংগুরিয়া)ভূঞাপুরের নিকলা দড়িপাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে হাড়িয়ে জয়লাভ করে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলোয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন এডিসি(রাজস্ব)মুনিরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন মৃধা, সংসদ সদস্যের সহধর্মিনী কুলসুম জামান। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের অধিনায়কদ্বয়ের হাতে পুরস্কার তুলে দেন। বিচারকদের রায়ে সেরা খেলোয়ার নির্বাচিত হয় ঘাটাইল ফুটবল একাদশের(সিংগুরিয়া) মো. ইলিয়াস হোসেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno