দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার রকিবুল ইসলাম ফরিদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেটের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন, সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক, আজহারুল ইসলাম আজহার, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, সাবেক পৌর কমিশনার মাহমুদুল হাসান, আওয়ামীলীগ নেতা মো. মর্তুজ আলী, বিআরডিবি’র সাবেক সভাপতি স্বপন ও মো. ইউসুব আলী চকদার প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বাসষ্ট্যান্ড চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তরা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগ রকিবুল ইসলাম ফরিদকে গত ৬ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা গলাকেটে নৃশংস ভাবে খুন করে।