আজ- শুক্রবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১ | রাত ১২:৩০
১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১
১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন, ১৪৩১

ভূঞাপুর কিণ্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

dristy-pic-88
ভূঞাপুর কিণ্ডারগার্টেন অ্যাসোসিয়েশেন আয়োজিত বৃত্তি পরীক্ষা বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ভূঞাপুরের ২৯ টি কিণ্ডারগার্টেনের ৭৯৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।
জানা যায়, নার্সারি শ্রেণি হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর মধ্যে ৩১ জন অনুপস্থিত ছিল। ইতোপূর্বে ভূঞাপুরে কোন বেসরকারি বৃত্তিতে এতো অধিক সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেনি। সকাল থেকেই ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদভারে ভূঞাপুর উপজেলা সদর হয়ে উঠে মুখরিত। শিশু শিক্ষার্থীরা তাদের নিজ নিজ পরীক্ষা কক্ষে অত্যন্ত সুশৃংখলভাবে পরীক্ষা দেয়।
ভূঞাপুর কিণ্ডারগর্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি খায়রুজ্জামান ভূঞা ও সাধারণ সম্পাদক সোহেল পারভেজ বলেন, ভূঞাপুরের বৃহৎ বেসরকারি এ বৃত্তি পরীক্ষা স্থানীয় প্রশাসন ও এলাকার সকলের সহায়তায় সুষ্ঠু-সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে বলে আমরা খুশি। আর পরীক্ষায় সার্বিক স্বচ্ছতা রক্ষা করা হয়েছে। ফলাফলেও স্বচ্ছতা বজায় রাখতে ভূঞাপুর কিণ্ডারগর্টেন অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়