দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালনকালে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বৃহস্পতিবার(১৭ নভেম্বর) বেলা ১২ টায় ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আলোচনা সভা স্থলে বেশ কিছু চেয়ার ভাংচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন। এ ছাড়াও সভায় জেলা বিএনপিসহ এর বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আলোচনা সভা চলাকালে চেয়ারে সামনে-পিছনে বসা নিয়ে ছাত্রদলের কর্মীদের মধ্যে বচসা’র এক পর্যায়ে চেয়ার ছুড়াছুড়ি হয়। ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি চেয়ার ভাংচুর করে। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে চেয়ার দিয়ে পিটায়, দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি হয়। পরে উভয়গ্রুপের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। দুইগ্রুপের মারামারি ও পুলিশের লাঠিচার্জে উভয় গ্রুপের ১০জন আহত হয়েছে।
এ সময় মাজারে ফুল দিতে আসা জনতার মধ্যে আতংক ছড়িয়ে পরে।পরে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান মাইকে শান্ত হওয়ার নির্দেশ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।