আজ- বৃহস্পতিবার | ২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১ | দুপুর ১:৪৪
২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১
২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র, ১৪৩১

মধুপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গফুর মিয়া(৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত গফুর মিয়া উপজেলার মাঝিরা এলাকার সুইকা জর্দারের ছেলে। তিনি অটোরিকশা চালাতেন। আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

 

 

 

 

 

 

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে গফুর মিয়া অটোরিকশায় যাত্রী নিয়ে মধুপর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছলে মধুপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও অটোরিকশাটি পাশের খাদে পড়ে পাঁচ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন।

 

 

 

 

 

 

 

 

এ ব্যাপারে মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে তার স্বজনরা বাড়িতে নিয়ে যায়। আহতরা চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়