দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মধুপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহায়তার অভিযোগে এক শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ নভেম্বর) দুপুরে মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাসনিন এ দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত শিক্ষক ইয়াকুব আলী মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক।
মধুপুরের ইউএনও রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, সহকারী কমিশনার (ভূমি) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সকালে রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় শিক্ষক ইয়াকুব আলীকে নকলে সহায়তা করার সময় আটক করা হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে দুই হাজার টাকা জরিমানা ও পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করেন।