দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মধুপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে পাঁচ লাখ টাকা মূল্যের গর্জন কাঠসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) ভোররাতে ময়মনসিংহের মুক্তাগাছার ২-এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হচ্ছেন, ঘাটাইল উপজেলার ছনখোলা গ্রামের দুলাল হোসেন খান (৫০) ও আকন্দেরবাইদ গ্রামের মৃত মিয়াচান মুন্সীর ছেলে রাজু (৩৮)।
ময়মনসিংহের মুক্তাগাছার ২-এপিবিএন পুলিশের অফিসার ইনচার্জ(অপারেশন) মো. কাইয়ুম জানান, ৩৫০ সিএফটি অবৈধ গর্জন কাঠের একটি চালান ভালুকা সীমানা থেকে মধুপুর এলাকায় প্রবেশ করছে, এমন খবর পেয়ে পুলিশ ভোর ৪টার দিকে চাপড়ী বাজারে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ তাদের দুইজনকে আটক করে। জব্দ করা গর্জন কাঠের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।