দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুর পৌর শহরের চাড়ালজানী এলাকায় শনিবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে এক ট্রাক রাবারের কষসহ দুই ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-২ এর সদস্যরা।
এপিবিএন-২ মুক্তাগাছার অফিসার ইনচার্জ(অপারেশন) মো. কাইয়ুম জানান, শনিবার দিবাগত রাতে মধুপুরের পীরগাছা রাবার বাগান থেকে এক ট্রাক কষ পাচার করা হচ্ছিল এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে কষভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।
জব্দ হওয়া রাবার কষের পরিমাণ প্রায় ১৫ টন, যার আর্থিক মূল্য সাড়ে ২২ লাখ টাকা। এ ব্যাপারে মামলা হয়েছে বলেও জানান এপিবিএন ওসি।