দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী লেংরা বাজার এলাকায় পানিতে ডুবে চাচাত ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
নিহতরা হচ্ছেন- ওই এলাকার সেলিম রানার মেয়ে সাফা মনি(৬) ও জামাল উদ্দিনের ছেলে হোসাইন(৫)। তারা সম্পর্কে চাচাত ভাই-বোন।
স্থানীয়রা জানায়, সাফা মনি ও হোসাইন রোববার(২ মে) বিকালে প্রচ- গরমে ভবানীটেকী লেংরা বাজার এলাকার একটি পুকুরে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
সন্ধ্যার একটু আগে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গরুকে গোসল করাতে গেলে তিনি হোসাইনকে ভেসে থাকতে দেখেন। এরপর হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় সাফা মনিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয়রা সন্ধ্যায় ওই পুকুরে নেমে সাফা মনির মরদেহ উদ্ধার করেন।
মির্জাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুইজনের মরদেহ দাফন করা হয়েছে।