দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মধুপুর বনের মাগন্তিনগর পচারচনা গ্রামে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে বজ্রপাতে দুই ছেলে ও বাবার মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন, ওই গ্রামের নিখিল হাজং (৪৫) এবং তার ছেলে জর্জ সিমসাং (১০) ও লোটন সিমসাং (৮)। এসময় নিখিলের স্ত্রী জনতা সিমসাং (৪০) আহত হন।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মি. ইউজিন নকরেক জানান, ভোরে বৃষ্টির সময় নিখিলের বসত ঘরের ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিখিল ও তার দুই ছেলের।
বজ্রপাতে নিখিলের স্ত্রী জনতা সিমসাংয়ের শরীর ঝলসে গেছে। এ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।