আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ২:২৪

মধুপুরে বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

43টাঙ্গাইলের মধুপুরে বজ্রপাতে শিশু মেহেদী হাসান (১২) ও জহুর আলী ওরফে জহু মণ্ডল (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে পৃথক বজ্রপাতে ওই দু’জনের মৃত্যু হয়।
মেহেদী হাসান ময়মনসিংহের কেশরগঞ্জের মেরাজ উদ্দিনের ছেলে। সে মধুপুর উপজেলার আকাশী গ্রামে নানা গুন্দু শেখের বাড়িতে থেকে ফুলবাড়ি মাদরাসায় চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করত এবং কৃষক জহু মণ্ডল গড়াঞ্চলের (বনের মধ্যে) মোমিনপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মেহেদী বাড়ির পাশে খোলা মাঠে রাখা নানা বাড়ির জ্বালানির জিনিসপত্র তুলতে যায়। এসময় বজ্রপাতে মেহেদী হাসান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে, গরমবাজার এলাকায় জহুর আলী ওরফে জহু মণ্ডল কলা ক্ষেতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনি মারা যান। কুড়াগাছা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno