প্রথম পাতা / টপ সংবাদ /
মধুপুরে বনরক্ষী-কাঠ চোর সংঘর্ষ ॥ ফাঁকা গুলি, আহত ৬
By দৃষ্টি টিভি on ২০ মার্চ, ২০১৭ ১১:১৩ পূর্বাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মধুপুর গড়ে বনরক্ষীদের সঙ্গে কাঠ চোরদের সংঘর্ষে ছয় ব্যক্তি আহত হয়েছেন। এ সময় ফঁকাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৯ মার্চ) বিকালে দিকে মধুপুর-ফুলবাড়ীয়া সীমান্ত এলাকার বনের সদর বিটের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, বন প্রহরী কার্তিক (৫২), আতিক (৪৮), সিদ্দিক (৫০), সিএফডব্লিও শহিদুল (৪৫), ওসমান (৪৭) ও লতিফ (৫৫)।
টাঙ্গাইলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চানপুর গ্রামে কাঠ চোর হাবুল, বাবুল ও কদ্দুসের নেতৃত্বে ৪০-৫০ জনের একদল নারী পুরুষ ভ্যানে করে মধুপুর সীমানায় নির্বিচারে শাল-গজারী গাছ কেটে নিচ্ছেন। এমন খবর পেয়ে বনরক্ষী ও কমিউনিটি ফরেস্ট ওয়ার্কার (সিএফডব্লিও) ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দিলেও তারা গাছ কাটা চালিয়ে যান। এ অবস্থায় বনরক্ষীরা চার রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। এ সময় বনরক্ষূ ও গাছ চোরদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উত্তেজিত কাঠ চোরেরা বনরক্ষী ও সিএফডব্লিওদের ওপর হামলা চালায়। তাদের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে বনরক্ষী কার্তিক, আতিক, সিদ্দিক, সিএফডব্লিও শহিদুল, ওসমান ও লতিফ আহত হন। তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে বনরক্ষী কার্তিক ও সিএফডব্লিও লতিফের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তারা পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে মধুপুরের অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
সেনাবাহিনীর সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
-
টাঙ্গাইলে স্ত্রীর যাবজ্জীবন স্বামীর চার বছরের কারাদণ্ড
-
টাঙ্গাইলে বিএনপির অবস্থান ধর্মঘট পালিত
-
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ :: পরীক্ষা শুরু ১৭ আগস্ট
-
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি
-
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
-
টাঙ্গাইলে পুষ্টি সপ্তাহের উদ্বোধন
-
টাঙ্গাইলে সড়ক সম্প্রসারণে সহস্রাধিক গাছ কাটায় হুমকিতে পরিবেশ
আপডেট পেতে লাইক করুন
